আমি চিৎকার করে কাদিতে চাহিয়া, করিতে পারি নি চিৎকার!

কেউ শুনুক বা না শুনুক মনের কথা বলে যাই

fsdrfs

dzdfdf

London

London is the capital of England.

Paris

Paris is the capital of France.

Tokyo

Tokyo is the capital of Japan.

মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১১

মেজাজ খারাপ

কালকে এনভায়রনমেন্টাল স্টাডিস পরীক্ষা। শুধু পরীক্ষা হইলে একটা কথা ছিল। হের লগে আবার যোগ হইছে এসাইনমেন্ট। কালকেই জমা দেয়ন লাগব। পরে দিলে স্যার নিব না। এখন কি আমি পরব না এসাইনমেন্ট করব??? কথা হচ্ছে আগে কি করছি? পড়া কমপ্লিট করে রাখি নাই কেন? আরে আমরা কি এতই ভাল ছাত্র যে সারা বছর ভরে পড়াশোনা করব। তাই মেজাজটা চরম খারাপ। একদম বিকার উঠে যাচ্ছে। শালা পরীক্ষার গুষ্টি কিলাই। আমার যদি ক্ষমতা থাকত তবে আমি দেশের শিক্ষা ব্যাবস্থা থেকে পরীক্ষা পদ্ধতি উঠিয়ে দিতাম। সেটা পরের ব্যাপার এখন যেহেতু পরীক্ষার গ্যাঁরাকলে আটকে আছি তাই দেখি একটু পরাশোনা করতে পারি কিনা??????