একটা সময় ছিল যখন গ্রামের বাড়ি যাওয়ার জন্য মনটা আনচান করত। অপেক্ষায় থাকতাম কবে ক্লাস ছুটি হবে। কিন্তু ইদানীংকালে মনমানসিকতার ব্যাপক পরিবর্তন হয়েছে। বাড়ি যাওয়া একটা বিরক্তিকর
ব্যাপার হয়ে দাড়িয়েছে। তারপরেও আমাকে যেতে হয়, আর কারও জন্য না হলেও আমার ছোট্ট সোনা বোনটিকে দেখার জন্য। আর কেউ থাকুক বা না থাকুক আমি জানি সে আমার জন্য পথ চেয়ে বসে থাকে। আর মায়ের কথা কি বলব। মা ছাড়া খুব কম লোকই আমার খোজ খবর যারা রাখে। যতবারই আমার কাছে ফোন করে ততবারই জিজ্ঞাসা করে কবে ভার্সিটি ছুটি
হবে। আমি অবশ্য প্রতিবারই তাকে হতাশ করি কারণ আমাদের সারা বছরই ক্লাস চলে। বন্ধ খুবই কম থাকে।
ব্যাপার হয়ে দাড়িয়েছে। তারপরেও আমাকে যেতে হয়, আর কারও জন্য না হলেও আমার ছোট্ট সোনা বোনটিকে দেখার জন্য। আর কেউ থাকুক বা না থাকুক আমি জানি সে আমার জন্য পথ চেয়ে বসে থাকে। আর মায়ের কথা কি বলব। মা ছাড়া খুব কম লোকই আমার খোজ খবর যারা রাখে। যতবারই আমার কাছে ফোন করে ততবারই জিজ্ঞাসা করে কবে ভার্সিটি ছুটি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন